যে শিক্ষা দেশ ও সমাজের কল্যাণে আসে না, সে শিক্ষার কোনো মূল্য নেই: কবি হাজী মোঃ সামছুল হক

যে শিক্ষা দেশ ও সমাজের কল্যাণে আসে না, সে শিক্ষার কোনো মূল্য নেই: কবি হাজী মোঃ সামছুল হক

 ইসমাইল হোসেন মোল্লা :আল্লাহ পাক বলেন এলমে দ্বীন শিক্ষা করা বা জ্ঞান অর্জন করা সকল নর-নারীর উপর ফরয। শিক্ষাই জাতির মেরুদন্ড, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না। যেমন প্রাণীর মেরুদÐ ছাড়া কোন জীব চলতে পারে না। তেমনি শিক্ষা ছাড়া কোন জাতি চলতে পারে না বা উন্নতি করতে পারে না। শিক্ষাই জাতিকে সঠিক পথ দেখায়। শিক্ষার বিকল্প নেই। অতএব, সকলকে সু-শিক্ষার দিকে এগিয়ে আনতে হবে। আল্লাহ তা’আলা আমাদের জন্য শিক্ষা বা জ্ঞান অর্জন করা ফরয করে দিয়েছেন। শিক্ষাই মানুষকে প্রকৃত মানুষ ও বিবেকবান হিসেবে গড়ে তোলে। রাসূল (স:) বলেন “খাইরুকুন মান’তা আলামাল কুরআনা ওয়ালামা” অর্থাৎ- “তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে কুরআন শিক্ষা করেন এবং অন্যকে শিক্ষা দেন”। হাদীসে রাসূল পাক (স:) এখানে বলেছেনÑ যে ব্যক্তি বা জাতি নিজে শিক্ষা বা জ্ঞান করে অন্যকে শিক্ষা দিয়ে থাকে সেই ব্যক্তি সবচেয়ে ভাল বা ‘উত্তম’ অর্থাৎ- তারাই উন্নত চরিত্রের অধিকারী। যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত করেছেন। রাসূল (সা:) আরও বলেছেন- “দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন কর”। অর্থাৎ- শিক্ষা কোন বয়স লাগে না, যে যেই বয়সেরই হোক-না কেন, জ্ঞান অর্জন করতে পারে। এতে লজ্জা করার কিছু নাই। আমাদের যে জিনিস বা যে জিনিসের উপর জ্ঞান নাই তা অন্যের কাছ থেকে শিক্ষা নিতে কোন লজ্জার কিছু নাই। শিক্ষাই মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে। রাসূল পাকের শিক্ষাই প্রকৃত শিক্ষা, যা সভ্য জাতি হিসেবে গড়ে তুলতে এবং আল্লাহ কে ও তাঁর সৃষ্টির সকল জিনিস সম্পর্কে জানা যায়। উত্তরার আলোকিত সাদা মনের মানুষ, পাঠশালে যাই কবিতার বইয়ের লেখক, প্রবীন সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মো. সামছুল হক বলেন, শুধুমাত্র সার্টিফিকেট অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হতে পারে না। যে শিক্ষা দেশ ও সমাজের কল্যাণে আসে না, সে শিক্ষার কোনো মূল্য নেই। ঘুষ ও দুর্নীতি বর্তমানে আর্থ-সামাজিক উন্নয়নে সবচেয়ে বড় বাঁধা। আপনাদের সহযোগিতাই আমাকে আজকের অবস্থানে পৌঁছাতে সহায়তা করেছে। তিনি আরও বলেন ঢাকা জেলা উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর এলাকার জনগণের সেবা করে যাচ্ছি। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, যারা এই উত্তরা পশ্চিম থানা এলাকায় লেখাপড়া করছে, তাদের মনে রাখতে হবে- তাদের ভেতর থেকেই আগামী দিনের নেতৃত্ব গড়ে উঠবে। তাই নিজেদের সেভাবেই শিক্ষা জীবন তৈরী করতে হবে। দেশ, মাটি ও মানুষের প্রতি মমত্ববোধ থাকতে হবে। আসলে আমরা আগামী বাংলাদেশের জন্য আলোকিত মানুষ চাই। যে মানুষ সবাইকে আলোর পথ দেখাবে। শিক্ষিত জনশক্তি দেশের সম্পদ। বাংলাদেশে এমন ব্যবহারিক শিক্ষায় প্রসারিত করতে চাই যার মাধ্যমে প্রতিটি নাগরিক দেশের প্রয়োজন ও চাহিদা অনুযায়ী নিজেকে গড়ে তুলতে পারবে। তাই সমাজের প্রতিটি স্তর থেকে ঘুষ ও দুর্নীতি দূর করার জন্য সকলকে সচেষ্ট থাকতে হবে। তিনি আরও বলেন, শিক্ষা জীবনের শুরু থেকেই ন্যায়, সততা ও মানবতাবোধ ধারণ করে সুশিক্ষায় শিক্ষিত হয়ে প্রকৃত মানুষ হয়ে গড়ে ওঠার জন্য সকল ছাত্র-ছাত্রীদের প্রতি আহ্নবান জানান কবি হাজী সামছুল হক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত