রংপুরে বিদ্যুতায়িত হয়ে ৩জনের অস্বাভাবিক মৃত্যু

রংপুরে বিদ্যুতায়িত হয়ে ৩জনের অস্বাভাবিক মৃত্যু

রংপুর সংবাদদাতা : রংপুরের পীরগঞ্জ ও মিঠাপুকুর উপজেলায় বিদ্যুতায়িত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে মিঠাপুকুরে একজন ব্যবসায়ী ও পীরগঞ্জ উপজেলার দুইজন যুবক রয়েছে।
নিহতরা হলো, পীরগঞ্জের শ্যামপুর গ্রামের জয়নাল মিয়ার ছেলে ইউনুছ মিয়া (৩৬), কাঞ্চনপুর গ্রামের মহেশ্বর চন্দ্র বর্মনের ছেলে মত্ত চন্দ্র বর্মন (২৬) এবং মিঠাপুকুরের তেঁতুলিয়া ফরিদপুর গ্রামের গফ্ফার মিয়া (৬৬)। গতকাল শনিবার দুপুরে পীরগঞ্জ ও মিঠাপুকুর থানা পুলিশ তিন জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, শনিবার সকালে পীরগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের একটি জামে মসজিদের বিদ্যুৎ সংযোগের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে ইলেকট্রিক মিস্ত্রী ইউনুস মিয়ার মৃত্যু হয়। আগের দিন শুক্রবার একই উপজেলার কাঞ্চনপুর গ্রামের নিজ বাড়িতে বিদ্যুতের সংযোগের কাজ করার সময় মত্ত চন্দ্র বর্মন বিদ্যুতায়িত হয়ে মারা যান।
এদিকে, এর আগে শুক্রবার সন্ধ্যায় জেলার মিঠাপুকুরে বিদ্যুতায়িত হয়ে গফ্ফার মিয়া নামে (৬৬) একজন ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত গফ্ফার মিয়া ইমাদপুর ইউনিয়নের তেঁতুলিয়া ফরিদপুর এলাকার বাসিন্দা। এছাড়াও শুক্রবার সন্ধ্যায় মাছের খামারে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে তিনি বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত