রাজধানীতে অভিনব কৌশলে প্রতারকরা হাতিয়ে নিচ্ছে সম্পদ!!!

রাজধানীতে অভিনব কৌশলে প্রতারকরা হাতিয়ে নিচ্ছে সম্পদ!!!

আলকিত ডেস্কঃ

রিকশায় করে দোকানের মালামাল নিয়ে যাচ্ছিলেন এক ব্যবসায়ী। কাকরাইল মোড়ে পার হওয়ার সময় লুঙ্গি পরা এক ব্যক্তি এসে ধাক্কা দেন। ব্যক্তির হাতে থাকা একটি থলে সড়কে পড়ে যায়। ওই ব্যবসায়ী সেটি তুলে দিতে গেলে বচসায় জড়ান ব্যবসায়ীর সঙ্গে। এরইমধ্যে মালামালসহ রিকশাটি গায়েব হয়ে যায়।

এদিক ওদিক খোঁজাখুঁজি করে রিকশাটির সন্ধান না পেয়ে আবু বক্কর নামের ওই ব্যবসায়ী আসেন পল্টন থানায়। অভিযোগ পেয়ে পুলিশ প্রতারকচক্রটির তিন সদস্যকে আটক করে। এমন অভিনব প্রতারণার কৌশলে ভাবিয়ে তুলছে আইনশৃঙ্খলা বাহিনীকেও।

অভিনব এই প্রতারণার ঘটনায় শেষ নয়। প্রায় প্রতিদিনই রাজধানীর পথেঘাটে হরেক রকমের প্রতারণার ঘটনা নতুন নয়। গোটা রাজধানীজুড়েই প্রতিদিন নানাভাবে প্রতারণার শিকার হয় সাধারণ মানুষ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় এসব প্রতারকচক্রের সদস্যরা ধরাও পড়ে। তবে পাল্টে যায় তাদের প্রতারণার ধরন। নিয়মিত অভিযানে প্রতারকচক্রের সদস্যদের আটকও করা হচ্ছে। তবে প্রতারণা কমার পরিবর্তে ধরন পাল্টে বরং বেড়েছে।

ঢাকা টাইমসের অনুসন্ধানে রাজধানীতে সক্রিয় এমন বেশ কয়েকটি প্রতারকচক্রের বিস্তারিত উঠে এসেছে। এলাকাভেদে একেক এলাকায় একেক ধরনের প্রতারকচক্র সক্রিয়। আর এসব চক্রের প্রতারণার শিকার হচ্ছে প্রায় সব শ্রেণি-পেশার মানুষ। কেউ কেউ হচ্ছেন একেবারে সর্বস্বান্ত।

সম্প্রতি সালাম পার্টি, গুলফাগিরি, পাউডার চক্র, তিন কার্ড, গায়ে ধাক্কা দিয়ে ঝামেলা তৈরি করাসহ এমন বেশ কিছু বিচিত্র পন্থায় রাজধানীতে প্রতারণা বৃদ্ধি পেয়েছে। প্রতারকচক্রগুলো নিত্যনূতন কৌশল অবলম্বন করায় এ ধরনের ঘটনাগুলো প্রতারণার কিনা প্রাথমিকভাবে বুঝতেও বেগ পেতে হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত