রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক মহলে কর্মপ্রয়াস অব্যাহত রেখেছে সরকার : স্পীকার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক মহলে কর্মপ্রয়াস অব্যাহত রেখেছে সরকার : স্পীকার

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি। জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী বলেছেন- রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক মহলে কর্মপ্রয়াস অব্যাহত রেখেছে সরকার। স্পীকার বলেন, স্থানীয়দের অধিকার নিশ্চিত করে আশ্রিত রোহিঙ্গাদের জন্য কাজ করতে হবে। তিনি রবিবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে রোহিঙ্গা ক্যাম্প ব্যবস্থাপনা ওপ্রত্যাবাসন সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের প্রধানগনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, চকরিয়া-পেকুয়াআসনের সংসদ সদস্য জাফর আলম, উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহীনা আকতার চৌধুরী, মহিলা সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ। এছাড়াও জেলা আওয়ামীলীগের এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উক্ত মতবিনিময় সভার পর স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কল্যানে জেলা প্রশাসনের উদ্যোগে স্থাপিত অরুনোদয় স্কুল পরির্দশন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত