লক্ষীপুরে জনসমাবেশে আমেরিকা ভিসা নীতিতে সরকারের ঘুম হারাম আমির খসরু

লক্ষীপুরে জনসমাবেশে আমেরিকা ভিসা নীতিতে সরকারের ঘুম হারাম আমির খসরু

কাউছার আলম :বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমেরিকার ভিসা নীতিতে দেশের ওপর বজ্রপাত পড়েছে। এরপর থেকে সরকারের ঘুম হারাম হয়ে গেছে। ৩ মে আমেরিকা ভিসা নীতি পাঠিয়েছে বাংলাদেশে। কিন্তু প্রকাশ হয়েছে ২৫ মে। সরকার তা পকেটে লুকিয়ে রেখেছে। আমেরিকা মনে করেছিল সরকার বিষয়টি দেশের নাগরিকদের জানিয়ে দেবে। ২৪ দিন অপেক্ষা করেও যখন দেখল ভিসা নীতি প্রকাশ করা হয়নি। তখন আমেরিকা বিষয়টি তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে।
শুক্রবার (২৬ মে) বিকেলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তেব্যে এসব কথা বলেন তিনি। জেলা বিএনপির ব্যানারে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির লক্ষ্মীপুরের গোডাউন রোড এলাকার বাসভবন প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
আমির খসরু বলেন, আওয়ামী লীগ এখন নির্বাচনের কথা বলছে। এর সঙ্গে মিডিয়ার লোক, বুদ্ধিজীবীও আছে। এরা সরকারের দালাল। এ মুহূর্তে দেশে নির্বাচন নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই। এখন মূল বিষয় ফ্যাসিস্ট সকারের পতন। যতক্ষণ দেশে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে না, ততক্ষণ নির্বাচন নিয়ে কোনো আলোচনা হবে না। লেভেল প্লেইং ফিল্ডের পর গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হলেই নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, ১৪ বছরে আমাদের নেতাকর্মীরা জ্বলে-পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে। আওয়ামী লীগ আজকে রাজনীতির মধ্যে নেই। তারা রাজনৈতিক দল নয়। তারা একটি রেজিমের কাছে কারারুদ্ধ হয়ে আছে। আওয়ামী লীগ আগের মতো বাকশালে চলে গেছে। বাকশাল হচ্ছে- জমি দখল, ব্যবসা দখল, জোর নীতি, বিদেশে টাকা পাচার আর সন্ত্রাসী করা।
কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, ড. মামুন আহমেদ, সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান, সহ-সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ মজুমদার, হারুনুর রশিদ ভিপি হারুন, সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ, এলডিপি মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু ও যুগ্ম-আহ্বায়ক হাছিবুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত