লালমনিরহাটের পাটগ্রামে প্রতীক পেয়ে প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

লালমনিরহাটের পাটগ্রামে প্রতীক পেয়ে প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

Exif_JPEG_420

লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ৮ ইউনিয়নের মধ্যে ৭টি ইউনিয়নে পঞ্চম ধাপে অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে উপজেলার ৭টি ইউনিয়নের গ্রাম গুলো।
তথ্যানুসন্ধানে জানা যায়, পঞ্চম ধাপে পাটগ্রাম উপজেলার ৭টি ইউনিয়নে আগামী ৫ জানুয়ারি ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ওই ৭টি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়ার পর থেকেই মাঠে প্রচার- প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতাও কাজ করছে। অতীতের সবকিছু ভুলে ভোট প্রার্থনায় ব্যস্ত প্রার্থী ও তাদের কর্মীরা। তাই তাদের প্রচারে গ্রামে লেগেছে ভোটের হাওয়া।
জেলার সীমান্তবর্তী এই উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। প্রার্থীরা জয়ের আশ্বাসেই মাঠ চোষে বেড়াচ্ছেন। ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন প্রার্থীরা। অনেক প্রার্থীই দলীয় পরিচয় ভুলে নিজেদের পরিচয় তুলে ধরার চেষ্টা করছেন ভোটারদের কাছে। ইতিমধ্যেই শুরু করছেন উঠান বৈঠকও, এসব বৈঠকের মাধ্যমে ভোটারদের দেওয়া হচ্ছে নানান প্রতিশ্রুতি। আর ভোটাররাও কোনো প্রার্থীকে নিরাশ করছেন না।
দহগ্রাম ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রহুল আমিন বলেন, বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে উঠান বৈঠক শুরু করেছি। এলাকায় ব্যাপক প্রচার প্রচারণাও চালাচ্ছেন বলে জানান তিনি।
উপজেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, পাটগ্রাম উপজেলায় ভোটার রয়েছে ১লাখ ২১ হাজার ৪শত ৬৮জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৬১ হাজার ৩শত ৯১ জন এবং মহিলা ভোটার সংখ্যা ৬০ হাজার ৭৭ জন। ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে বৈধতা পেয়েছে ৪১ জন, সাধারণ সদস্য পদে ২শত ৩৩জন, মহিলা সদস্য পদে ৭৮ জন মনোনয়ন পত্র বৈধতা পেয়েছেন। উপজেলার ৮ টির মধ্যে ৭টি ইউনিয়নের চেয়ারম্যান পদে তিনজন ও সাধারণ সদস্য পদে ২৬ জন তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।
আগামী ৫ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত