লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ৭ ইউনিয়নে উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে একটানা বিকেল ৪টা পর্যন্ত এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
সকালে উপজেলার বুড়িমারী, শ্রীরামপুর, জগতবেড়, দহগ্রামসহ কয়েকটি ইউনিয়নের বেশ কিছু ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোট গ্রহণের কমপক্ষে এক ঘন্টা আগেই ভোট কেন্দ্রে নারী পুরুষ ভোটারদের উপস্থিত ছিল সন্তোষজনক।

এ বিষয়ে কয়েজন ভোটার বলেন, সকাল থেকেই তারা ভোট কেন্দ্রে এসে অপেক্ষা করছেন তাদের নিজের ভোটটি তাদের পছন্দের প্রার্থীকে দেওয়ার জন্য। ইতিমধ্যে তারা ভোট দিতে শুরু করেছেন। উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে তারা খুশি। এছাড়াও কেন্দ্রে দায়িত্বরত আইনশৃংখলা বাহিনীর তৎপরতা ছিলো চোখে পড়ার মতো। ৭ টি ইউনিয়নের ৬৪ টি ভোট কেন্দ্রে ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়ীত্ব পালন করছেন। বিভিন্ন ভোট কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পরিদর্শন করতে দেখা গেছে।
উপজেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবার পাটগ্রাম উপজেলায় মোট ভোটার সংখ্যা ১লাখ ২১ হাজার ৪শত ৬৮জন।
এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬১ হাজার ৩শত ৯১ জন এবং মহিলা ভোটার সংখ্যা ৬০ হাজার ৭৭ জন।
উপজেলায় ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪১ জন, সাধারণ সদস্য পদে ২শত ৩৩জন, মহিলা সদস্য পদে ৭৮ জন প্রার্থী প্রতিদন্দীতা করছেন।
পাটগ্রাম উপজেলার ৮ টি ইউনিয়নের মধ্যে ৭টি ইউনিয়নে পঞ্চম ধাপে অনুষ্ঠিত হচ্ছে ভোট গ্রহন। বাকি একটির মেয়াদ পূর্ণ না হওয়ার কারনে বাদ রয়েছে
Leave a Reply