লোহাগড়ার ইতনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ওপর সন্ত্রাসী হামলা

লোহাগড়ার ইতনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ওপর সন্ত্রাসী হামলা

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী শেখ মনিরুজ্জামান ওরফে মনির ( ৫৩ ) সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। আহত অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেখ মনিরুজ্জামান ইতনার চর দৌলতপুর গ্রামের ধোপাখোলা মোড়ের মৃত মান্নান শেখের ছেলে এবং ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। এ ছাড়া তিনি ইতনা স্কুল এন্ড কলেজের ক্রীড়া ও শরীর চর্চা শিক্ষক হিসেবে কর্মরত আছেন। বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে ইতনার বুড়ো ঠাকুরের গাছতলাএলাকায় ওই স্বতন্ত্র প্রার্থীর ওপর এ হামলার ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে , বৃহস্পতিবার দুপুরের দিকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর তাকে কে বা কারা মোবাইলে ফোন করে ইতনার বুড়ো ঠাকুরের গাছতলা এলাকায় ডেকে নিয়ে যায়। ওই এলাকায় পৌঁছানোর পর একদল সন্ত্রাসী রাম দা দিয়ে তার মাথা ও পেটে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এখানে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । লোহাগড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি ) শেখ আবু হেনা মিলন বিষয়টি নিশ্চিত করে দৈনিক আজকের আলোকিত সকাল কে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। নির্ভরশীল একটি সূত্র জানিয়েছে , সন্ত্রাসী হামলার শিকার শেখ মনিরুজ্জামান ইতনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। ইতনার চর এলাকায় তার জন সমর্থন এবং জনপ্রিয়তা রয়েছে। এছাড়াও তিনি ইতনা স্কুল এন্ড কলেজের শিক্ষক। এ সব কারণে তিনি ওই ইউনিয়নের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে অপর কোন প্রার্থীর কর্মী অথবা সমর্থক তার ওপর হামলা চালাতে পারে বলে এলাকাবাসীর ধারণা। উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে লোহাগড়া উপজেলার ১২ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত