শনিবার বিদেশি বিনিয়োগ বিষয়ে ডিসিসিআইর ওয়েবিনার

শনিবার বিদেশি বিনিয়োগ বিষয়ে ডিসিসিআইর ওয়েবিনার

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) `বাংলাদেশে এফডিআই প্রবাহের ওপর কোভিড-১৯ এর প্রভাব: চ্যালেঞ্জ এবং এগিয়ে যাওয়ার পথ’ শীর্ষক ওয়েবিনারের আয়োজন করতে যাচ্ছে। শনিবার (২২ আগস্ট) সকাল ১১টায় জুম প্ল্যাটফর্মে এ ওয়েবিনার শুরু হবে।

ওই অনলাইন সেমিনারে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী ও ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।

ডিসিসিআইর সভাপতি শামস মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে পলিসি এক্সচেঞ্জের (পিই) চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. মাসরুর রিয়াজ, আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) সভাপতি সৈয়দ ইরশাদ আহমেদ, জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) কান্ট্রি রিপ্রেজেন্টিটিভ ইউজি এন্দো, স্যামসাং ফেয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুহুল আলম মাহবুব, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিম, বিল্ডের চেয়ারম্যান আবুল কাসেম খান ও আব্দুল মোনেম লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক এএসএম মঈনুদ্দিন মোনেম প্রমুখ অংশ নেবেন।ডিসিসিআইর জনসংযোগ কর্মকর্তা আবুল হাসান ফজলে রাব্বি জানিয়েছেন, অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছাড়াও আগ্রহীরাও জুম প্ল্যাটফর্মের মাধ্যমে অংশ নিতে পারবেন। জুমে অংশগ্রহণের আইডি ও পাসওয়ার্ড:  92584238298 ও 118559।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত