শিরোপা উৎসবের শেষ দেখছেন না বায়ার্ন কোচ

শিরোপা উৎসবের শেষ দেখছেন না বায়ার্ন কোচ

জার্মানির কোচ হানসি ফ্লিক বায়ার্ন মিউনিখকে জিতিয়েছেন ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট চ্যাম্পিয়নস লিগ। এবারের মৌসুমে ট্রেবল জিতেছে বায়ার্ন।

রোববার রাতে ফ্লিকের দল পিএসজিকে হারিয়ে সাত বছর পর জিতেছে এ শিরোপা। দীর্ঘ মৌসুমের শেষটা হয়েছে মধুর সমাপ্তির। তাইতো ফ্লিক জানালেন, চ্যাম্পিয়নস লিগ জয়ের উৎসব চলতেই থাকবে। উৎসবের কোনো সময়সীমা নেই।\

লিসবনে ম্যাচের ৫৯ মিনিটে কিংসলে কোমানের গোলে বায়ার্ন মিউনিখ লিড পায়। সেই গোলেই বিজয়ের পতাকা উড়ায় বায়ার্ন। গত নভেম্বরে নিকো কোভাচের বিদায়ের পর অস্থায়ী কোচ হিসেবে নিয়োগ পান ফ্লিক। পরবর্তীতে তাকে স্থায়ী কোচ করা হয়। শুরুতেই তার হাতে উঠে বুন্দেসলিগার শিরোপা। এরপর ডিএফবি-পোকাল জেতেন। সবশেষ তার বায়ার্নের শোকেসে উঠল চ্যাম্পিয়নস লিগের পুরস্কার।

চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন ছিল অপ্রতিরোধ্য। টানা ২১ ম্যাচ জিতে অনন্য রেকর্ড গড়েছেন তারা। প্রথম দল হিসেবে এক মৌসুমে সবগুলো ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখায় বায়ার্ন। ফাইনাল জয়ের পর ফ্লিক গণমাধ্যমে বলেন, ‘এ উৎসব কবে শেষ হবে সেই সময়সীমা নির্ধারণ করা হয়নি। এখনই শ্রেষ্ঠ সময় উৎযাপন করার। আপনি যখন কিছু অর্জন করবেন তখন উদযাপন করতেই হবে। আমি নিশ্চিত নই কোথায় গিয়ে এ উৎসব থাকবে।’

ষষ্ঠবারের মতো ইউরোপ সেরার শিরোপা জিতেছে বায়ার্ন। দলের অর্জনের জন্য সবাইকে কৃতিত্ব দিয়েছেন ফ্লিক। তার মতে, ‘এ জয়ের কৃতিত্বের অধিকার অনেক লোকের। আপনারা সবাই জানেন, গত শীতে ছেলেরা কতটা পরিশ্রম করেছে। একজন কোচ হিসেবে এটা অনেক গর্বের।’

নিজের ছেলেদের প্রশংসা করে ফ্লিক যোগ করেন ,‘ম্যাচটায় দারুণ উত্তেজনা ছড়িয়েছিল। শেষমেশ আমরাই জিতেছি। আমরা দেখিয়ে দিয়েছি, কিভাবে দলগত পারফরম্যান্সে বড় শিরোপা জেতা যায়। ফাইনালে আমরা গোল করে এগিয়ে যাই। পরবর্তীতে সেই ধারাবাহিকা ধরে রাখতে দেখেছি। অসাধারণ কাজ।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত