শ্রীপুরে অভিভাবক কর্তৃক শিক্ষিকাকে অপমানে শিক্ষক ও শিক্ষার্থীদের নিন্দা

শ্রীপুরে অভিভাবক কর্তৃক শিক্ষিকাকে অপমানে শিক্ষক ও শিক্ষার্থীদের নিন্দা

শ্রীপুর প্রতিনিধি, সোহাগ রানা: গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থী খণ্ডকালীন ইংরেজি শিক্ষিকার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করার পর বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়। প্রকাশিত ওই খবর গুলো দশম শ্রেণির শিক্ষার্থীদের নজরে আসলে সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে তারা ক্লাস বর্জনের ঘোষণা দেয়। পরে সংশ্লিষ্টদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি একদিনের মধ্যে জানানোর কথা দিলে শিক্ষার্থীরা ক্লাসে অংশগ্রহণ করে। ভুক্তভোগী ওই খন্ড অতিথি শিক্ষকের নাম মাহফুজা আক্তার। তিনি টেপিরবাড়ি উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়টি পড়ান। তিনি জানিয়েছেন, আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এ ব্যাপারে যুগান্তরসহ বিভিন্ন গণমাধ্যমে শুধুমাত্র অভিযোগ সূত্রে যে মিথ্যা বানোয়াট খবর লিখেছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সোমবার দুপুরে দশম শ্রেণির প্রায় সকল শিক্ষার্থীরা জানিয়েছেন, প্রকৃতপক্ষে তেমন কোনও ঘটনা-ই ঘটেনি। দশম শ্রেণির ২০ জন শিক্ষার্থী স্বাক্ষরিত প্রধান শিক্ষক বরাবর একটি লিখিত দরখাস্তের মাধ্যমে ওই শিক্ষার্থীর অভিভাবক এসে বিদ্যালয়ের শিক্ষকদের সাথে খারাপ আচরণের প্রতিবাদে মর্মাহত হওয়ার বিষয় ও সংশ্লিষ্টদের শাস্তির দাবি করা হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্টদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। প্রকৃতপক্ষে ওই ছাত্রীকে বেত্রাঘাত, অপমান অথবা কোচিং করার ব্যাপারে কোনও চেষ্টার ঘটনা ঘটেনি। টেপিরবাড়ি উচ্চ বিদ্যালয়ের আরও কয়েকজন শিক্ষক জানিয়েছেন, এ ব্যাপারে তথ্য নিতে এসে একজন সংবাদকর্মী অতিথি শিক্ষকের উদাহরণ দিতে গিয়ে নিচু মানের ভাষায় ভুক্তভোগী শিক্ষককে হেয় করার উদ্দেশ্যে কথা বলেছেন যা নিঃসন্দেহে নিন্দনীয়। আমরা এ বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত