শিরোনাম :
শ্রীপুরে বিধবার জমিতে আদালতের নিষেধাজ্ঞা লঙ্ঘন

শ্রীপুরে বিধবার জমিতে আদালতের নিষেধাজ্ঞা লঙ্ঘন

সোহাগ রানা, শ্রীপুর প্রতিনিধি:
গাজীপুর জেলার শ্রীপুর পৌর এলাকার বেড়াইদের চালা গ্রামে এক বিধবা নারীর জমিতে আদালতের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে শিল্প কারখানা নির্মাণ কাজ অব্যাহত রাখায় থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই নারী।

ভুক্তভোগী হাজেরা খাতুন (৭৫)  বেড়াইদের চালা গ্রামের মৃত আবু বকর ছিদ্দিকের স্ত্রী। তার  ৩ জন কন্যা সন্তান রয়েছে। নালিশি সম্পত্তির পরিমাণ পৌনে ৭১ শতাংশ। 

৭০.৭৫ জমি জবরদখলকারী  অভিযুক্তরা হলেন, বেড়াইদের চালা গ্রামের মৃত আনোয়ারুল হকের সন্তান কবিরুল হক (৬০) ও কুদরত আলীর সন্তান শফিকুল ইসলাম (৩৫)।

অভিযোগের ভিত্তিতে জানা যায়, স্বামী হারা অসহায় বিধবা হাজেরা খাতুন ও তার তিন কন্যার সম্পত্তি আদালতের আদেশ অমান্য করেতাদের মালিকানাধীন দখলীয় জমি জবর দখলের চেষ্টা করলে জাহেরা খাতুনের  মেয়ে আমেনা খাতুন বাদী হয়ে গাজীপুর বিজ্ঞ আদালতে মামলা নম্বর ৫/১৮ দায়ের করেন।তারা আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টায় লিপ্ত থাকায় জাহেরা খাতুনের সন্তান আমেনা খাতুন কোর্ট ভায়োলেশন মামলা দায়ের করেন, দুটি মামলা চলা অবস্থায় জাহেরা খাতুনদের পক্ষে রায় আসলে কবিরুল হক আপিল করেন। মামলাগুলো আদালতে চলাবস্থায় ১ ফেব্রুয়ারি সকালে বিবাধীগন দা’লাঠি নিয়ে তাদের জমিতে বাড়িঘর নির্মান করার চেষ্টা করে। ভুক্তভোগীরা বাধা দিলে অভিযুক্তরা তাদেরকে খুন জখমের হুমকি দিয়ে তাড়িয়ে দেয়।
অভিযুক্ত কবিরুল ইসলাম জানিয়েছেন, আমরা আদালতের আদেশ অমান্য করবো না। আদালতের অনুমতি নিয়েই আমরা পূনরায় কাজ শুরু করবো।
এ ব্যাপারে শ্রীপুর থানার এসআই আশরাফুল্লাহ জানিয়েছেন, বুধবার (৫ জানুয়ারি) দুপুরে অভিযুক্তদের নালিশী সম্পত্তিতে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। তারা কাজ বন্ধ রেখেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত