শ্রীপুরে রাজনৈতিক কিংবদন্তীর চির বিদায়

শ্রীপুরে রাজনৈতিক কিংবদন্তীর চির বিদায়

সোহাগ রানা শ্রীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে দেশবরেণ্য এক রাজনীতিক অ্যাডভোকেট মো. রহমত আলী চির নিদ্রায় শায়িত হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় গাজীপুরের শ্রীপুর ভবন জামে মসজিদের পাশে তাকে সমাহিত করা হয়। তিনি গাজীপুর-৩ আসনে ৬বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। রোববার সকাল সাড়ে সাতটায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে ঢাকায় জাতীয় সংসদ এলাকা, সুপ্রিম কোর্ট চত্বর, সাইন্স ল্যাবরেটরী এলাকাসহ বেশ কয়েকটি ও গাজীপুরে দুটি এবং মঙ্গলবার বিকেল পৌণে ৪টায় শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ মাঠে সবশেষ নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা নামাজশেষে ফুল দিয়ে তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানানো হয়। দুপুর সাড়ে ১২টা থেকে মরহুমের শুভাকাঙ্খী ও মুসল্লীরা কলেজ মাঠে জানাযা অনুষ্ঠানে অংশ নিতে জড়ো হন। প্রয়াত এ রাজনীতিকের ব্যাপারে মন্তব্য করতে গিয়ে শ্রীপুর বাজারের ক্ষুদে ব্যবসায়ী মোস্তফা কামাল বলেন, সৎ, নীতিবান এবং আদর্শবান এমন একজন রাজনীতিক দলমত নির্বিশেষে শ্রীপুর তথা গাজীপুরের মাটিতে আগামী এক’শ বছরে জন্ম নিবেন কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে। তৃণমূলের আরও অনেকে ব্যবসায়ীর সাথে একমত পোষণ করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা মাও. এস এম রুহুল আমীন বলেন, অ্যাডভোকেট মো. রহমত আলী শুধু শ্রীপুর বা গাজীপুরের নয় সারাদেশের একজন রাজনীতিক কিংবদন্তী। গাজীপুর-৩ আসনের বর্তমান সাংসদ মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ বলেন, প্রয়াত নেতা শুধু আমাদের নেতা নন, তিনি আমাদের একজন অভিভাবক। তিনি দেশপ্রেম, ভালবাসার মাধ্যমে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত রাজনীতি করে গেছেন। শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল এক কথায় বলতে গেলে তিনি গাজীপুরের উন্নয়নের রূপকার। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার পর তিনি গাজীপুরের উন্নয়নে উল্লেখযোগ্য রূপদান করেছেন। কাওরাইদ গ্রামের মো. রাজু আহমেদ চাঁন মিয়া ও মোখলেসুর রহমান ফকির বলেন, জানাযা নামাজে কলেজ মাঠে উপচে রাস্তায়, আশপাশের ভবনের ছাদে নামাজের জন্য লাইন এ নেতার প্রতি মানুষের ভালবাসার দৃষ্টান্ত স্থাপন করেছে। কাপাসিয়া উপজেলা পরিষদেরে চেয়ারম্যান মো. আমানত হোসেন খান বলেন, গাজীপুরের সন্তান হিসেবে আমরা একজন অভিভাবক হারিয়েছি। মরহুমের ছোট ছেলে অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয় বলেন, শ্রীপুর তথা গাজীপুরের মানুষের জন্য তাঁর বাবা যা করেছেন তা কালের সাক্ষী হয়ে গেল। তার বাবা শ্রীপুর-কালিয়াকৈর তথা গাজীপুরে উন্নত যোগাযোগ ব্যবস্থা বিনির্মাণ এবং শিক্ষা প্রসারে প্রধানতম ভূমিকা রেখেছেন, যার সাক্ষী শ্রীপুরবাসী। ১৩ বছর বয়স থেকে রাজনৈতিক জীবন শুরু করে তিনি মানুষের জন্য কাজ করে গেছেন। কলেজমাঠে মরহুমের জানাযার নামাজে ইমামতি করেন তাঁরই বড় ছেলে “ভাইল ফারমিয়ন” নামক ক্ষুদ্রতম কণার আবিষ্কারক বিজ্ঞানী জাহিদ হাসান তাপস। তিনি নামাজের আগে তার বাবার স্মৃতি ব্যক্ত করতে গিয়ে বলেন, একজন সন্তানের চাইতে বাবাকে কেউ খুব ভালভাবে চেননে না। বাসায় আমার বাবা যতটুকু সময় থাকতেন সে সময়টাতেও পরিবারের বাইরে মানুষের জন্য ব্যয় করতেন। বিশ্ব ব্যাংক থেকে সহযোগিতা নেয়া, সরকারের নীতি নির্ধারণী মহলে গাজীপুরের জন্য কথা বলা ইত্যাদি নানা কাজে তাঁর বাবা ব্যাস্ত থাকতেন। জানাযার মাঠে মরহুমের একমাত্র কন্যা জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাংষদ অধ্যাপিকা রোমানা আলী টুসি ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। নামাজের আগে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামছুল আরেফীনের নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যাদা দেয়া হয়। গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার ও শ্রীপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীসহ নানা শ্রেণী-পেশার মানুষ জানাযায় অংশগ্রহণ করেন। তার মৃত্যুতে শ্রীপুরবাসি ব্যাক্তিগত, প্রাতিষ্ঠানিক, সামাজিক এবং সাংগঠনিক ভাবে মঙ্গলবার দিন ব্যাপী কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখে। জানাযা নামাজের পর বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মরহুমের মরদেহে শেষ শ্রদ্ধা হিসেবে পুষ্প স্তবক দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত