শ্রীবরদী জঙ্গীবাদ দমেন সামাজিক সচেতনতা মূলক আলোচনা সভা

শ্রীবরদী জঙ্গীবাদ দমেন সামাজিক সচেতনতা মূলক আলোচনা সভা

শেরপুর প্রতিনিধি:
শেরপুর শ্রীবরদী থানায়  সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইমাম ও আলেমদের নিয়ে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শ্রীবরদী থানার উদ্যোগে ২৫ মার্চ  সোমবার শ্রীবরদী থানায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন মোঃ দিদারুল ইসলাম সিনিয়র সহকারী পুলিশ সুপার, নালিতাবাড়ী সার্কেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন  আলহাজ্ব মোহাম্মদ আলী লাল মেয়র, শ্রীবরদী পৌরসভা, সভায় সভাপতিত্ব করেন  শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিক  উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা আব্দুল সালেম  এসময় উপস্থিত  বক্তারা বলেন প্রত্যেক ইমাম ও আমলে ওলামাদের জুম্মার বয়ানে সন্ত্রাস ও জঙ্গিবাদের কুফল এবং  সচেতনতা মূলক আলোচনা করার আহ্বান সন্ত্রাস ও জঙ্গিবাদ শুধু আঞ্চলিক সমস্যা নয়, এটি একটি বৈশ্বিক সমস্যা। উগ্রবাদের বিস্তার ও সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে বাংলাদেশ সন্ত্রাস ও জঙ্গিবাদের বিস্তার প্রতিহত করা
ইসলাম শান্তির ধর্ম। ইসলামের আবির্ভাব হয়েছে শান্তি প্রতিষ্ঠা, মানবকল্যাণ ও মানবতার জন্য। শুধু ইসলাম ধর্ম নয়, পৃথিবীর কোনো ধর্মই সন্ত্রাস ও জঙ্গিবাদকে সমর্থন করে না। সন্ত্রাসী ও জঙ্গিদের কোনো ধর্ম নেই। তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে সমাজ-রাষ্ট্রকে অস্থিতিশীল ও আতঙ্কগ্রস্ত করে রেখে পার্থিব সম্পদ অর্জন, ক্ষমতা দখল ও আধিপত্য প্রতিষ্ঠা করা। সন্ত্রাস ও জঙ্গিবাদ জাতীয় উন্নয়ন ও সমৃদ্ধির পথে প্রবল প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত