সাংবাদিক হাজী মারুফ আর নেই

সাংবাদিক হাজী মারুফ আর নেই


অজয় সরকার দুলু: মুক্তিযোদ্ধা মরহুম তৈয়বুর রহমান এর কনিষ্ঠ সন্তান, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম এর ছোট ভাই, গ্রামবাংলা ডটকমের প্রকাশক ও সম্পাদক, দৈনিক সকালের খবর এর নিজস্ব প্রতিবেদক ও মুলাটোল দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক হাজি মারুফ আর নেই। ৭ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার রাত ২ টা ৩০ মিনিটে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসিসিইউ তে হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। ইন্না-লিল্লাহহে ও ইন্না ইলাহির রাজিউন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৪০ বছর। হাজী মারুফ ২ সন্তানের জনক ছিলেন। ছোট কন্যার বয়স ৩ মাস এবং বড় ছেলের বয়স ৬ বছর। গতকাল ৮ ফেব্রæয়ারি ২০২০ শনিবার বাদ যোহর গুড়াতি পাড়া জামে মসজিদে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে মানুষের ঢল নামে। জানাযার নামাজ শেষে সর্বস্তরের জন্য শেষবারের মতো দেখার সুযোগ করে দেয়া হয়। এসময় রংপুর রিপোটার্স ইউনিটির, ফটোজার্নালিষ্ট এসোসিয়েশন ও বাংলাদেশ তৃণমুল সাংবাদিক সোসাইটি রংপুর জেলার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী জানানো হয়। পরে মুন্সি পাড়া কবরস্থানে দাফন করা হয়। জানাযার নামাজের পূর্বে বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, রংপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি সাফিউর রহমান সফি, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান বুলু, রিপোর্টাস ইউনিটির সাধারন সম্পাদক শিমুল ইসলাম রিপোর্টাস ক্লাব সাধারণ সম্পাদক শাহ বায়োজিদ, ফটো সাংবাদিক আসাদুজ্জামান আফজাল, বাংলাদেশ তৃণমুল কল্যাণ সাংবাদিক সোসাইটি রংপুরের এস এম জাকির হোসাইন, মুলাটোল দোকান মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ সরকার, সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম তোতা, পরিবারের পক্ষ থেকে ২০ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম। এসময় রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু, দৈনিক যুগের আলোর সহ-বার্তা সম্পাদক নজরুল মৃধা, দৈনিক সাইফ এর বার্তা প্রধান সাকিল আহমেদ, দৈনিক প্রথম খবরের বার্তা সম্পাদক শরিফুল ইসলাম সম্্রাট, দৈনিক প্রতিদিনের বার্তার নির্বাহী সম্পাদক তৌহিদ বাবলা, রংপুর ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি গোলজার রহমান আদর, সাধারণ সম্পাদক রেজাউল করিম জীবন, বাংলাদেশ তৃণমুল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ আলম, রংপুরের সভাপতি রাঙ্গা ও সাধারণ সম্পাদক এস এম লিটনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংবাদিকনেতৃবৃন্দ সহ জানাযায় অংশ নেন। হাজি মারুফ দৈনিক পরিবেশ পত্রিকায় সাংবাদিকতা শুরু করে পরবর্তিতে দৈনিক বগুড়া, পত্রিকায় নিজস্ব প্রতিবেদক ও সাপ্তাহিক চলমান বার্তার নির্বাহী সম্পাদক ছিলেন।
এদিকে সাংবাদিক হাজী মারুফ এর মৃত্যুতে রংপুরের সাংবাদিক সমাজের শোকের ছায়া নেমে আসে। সহকর্মী অনেকে হাজী মারুফের প্রতি শ্রদ্ধা জানিয়ে অলিখিত কর্মবিরতী পালন করে। প্রতিটি সাংবাদিক সংগঠন নিজ নিজ প্যাডে শোক বার্তা পাঠিয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত