সাভারে ব্যবসায়ীদের সাথে পুলিশের মত বিনিময় সভা

সাভারে ব্যবসায়ীদের সাথে পুলিশের মত বিনিময় সভা

রোমান হোসেন : ঢাকার সাভারে পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে সাভার থানাধীন সকল মার্কেট ব্যবসায়ীদের সাথে আইনশৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১মার্চ) সকাল ১১ টায় থানা রোডের মামুন কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহজামান পিপিএম এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্ ও ট্রাফিক, উত্তর বিভাগ) মোঃ আব্দুল্লাহিল কাফী, পিপিএম।

সভায় ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার কথা শুনে সমাধানে পরামর্শ দেয়া হয়। ঈদের ছুটিতে নগদ টাকা, গহনাসহ মুল্যবান সম্পদের নিরাপত্তা দেবে পুলিশ। এমন মুল্যবান সম্পদ থানার ভল্টে রাখা যাবে বলেও ঘোষণা দিয়েছে ঢাকা জেলা পুলিশ। এছাড়া রমজান ও ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাশিদ।

এসময় সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন, পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) আব্দুল্লা বিশ্বাস, ব্যাংকার ও আর্থিক বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাভারের বৃহত্তর শপিংমল সিটি সেন্টার, নিউ মার্কেট, রাজ্জাক প্লাজা, উৎসব প্লাজা, কোরাইশী মার্কেট, বাজার রোড ব্যবসায়ী সমিতি ও জুয়েলারি সমিতির ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত