সিনহা হত্যা: আবারও রিমান্ডে পুলিশের ৩ সাক্ষী

সিনহা হত্যা: আবারও রিমান্ডে পুলিশের ৩ সাক্ষী

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত‌্যার ঘটনায় পুলিশের দায়ের করা মামলার তিন সাক্ষীর আবারও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এই তিনজন হলেন, টেকনাফের বাহারছড়ার মারিশবুনিয়ার নুরুল আমিন, নিজাম উদ্দীন ও মোহাম্মদ আইয়াস। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১০ মিনিটে তাদের কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট তামান্না ফারাহর আদালতে হাজির করে চার দিন করে রিমান্ডের আবেদন করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুনানি শেষে আদালত প্রত্যকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসহকারী পুলিশ সুপার (এএসপি) খাইরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এক দিনের রিমান্ড শেষে আজ ওসি প্রদীপ কুমার দাশকেও আদালতে হাজির করা হবে। ওই তিনজনের গত ২০ আগস্ট প্রথম দফায় ৭ দিন ও ২৫ আগস্ট দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। সিনহা হত্যার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে র‌্যাব টেকনাফের মারিশবুনিয়া এলাকা থেকে গত ৯ আগস্ট এই তিন সাক্ষীকে গ্রেপ্তার করে। প্রসঙ্গত, ৩১ জুলাই রাতে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে আদালতে হত্যা মামলা করেছেন। সূত্র: রাইজিংবিডি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত