সিরাজগঞ্জ সলঙ্গায় পেঁয়াজ উৎপাদন হুমড়ি খেয়ে পড়ছে কৃষক

সিরাজগঞ্জ সলঙ্গায় পেঁয়াজ উৎপাদন হুমড়ি খেয়ে পড়ছে কৃষক

সলঙ্গা,সিরাজগঞ্জ: সাড়া দেশে পেঁয়াজের দাম আকাশ কুসম হাওয়ায় সিরাজগঞ্জের সলঙ্গাতে বিভিন্ন গ্রামে কৃষি বিভাগের তৎপরতায় পেঁয়াজ আবাদে হুমড়ি খেয়ে পড়েছেন চাষিরা। সলঙ্গায় বিছিন্ন ভাবে কিছু চাষিরা আসন্ন মওসুমে কিছু কিছু জায়গায় পেঁয়াজ আবাদের পরিকল্পনা গ্রহণ করেছে চাষিরা। একটু হলেও পেঁয়াজের চাহিদা পূরুণ করবে এখানকার চাষিরা দাবি স্থানিয়দের।স্থানিয় পেঁয়াজ চাষিরা জানান, বার্ষিক ফসল উৎপাদন কর্মসূচির আওতায় চলতি রবি মৌসুমে সলঙ্গার চাষিরা এরই মধ্যে পেঁয়াজের আবাদ শুরু করেছেন। সলঙ্গার ১নং রামকৃষ্ণপুর ইউনিয়ন পাঠান পাড়া গ্রামের আব্দুল হাকিমের প্রায় ১বিঘা জমিসহ থানার কয়েকটি গ্রামে সরে জমিনে ঘুরে দেখা যায়,বিভিন্ন এলাকায় আবাদ হয় পেঁয়াজের। রায়গঞ্জ উপজেলার সেমিরঘন,  কলিয়া ও আটঘরিয়া এলাকায় উঁচু ভিটা জমিতে পলি মাটি পড়ার কারণে জমির উর্বরতা শক্তি বেশি থাকায় এখানে পেঁয়াজের ফসল আশাতীত হয়ে থাকে। যে কারণে এখানকার স্থানিয় কৃষকরা তাদের ভিটামাটি গুলিতে রবি মৌসুমে শুধু পেঁয়াজ আবাদ করে থাকেন। কৃষিবিদ আব্দুল হাই জানান, আকস্মিক পেঁয়াজের অস্থিতিশীল বাজারেরে কারণে দেশীয় উৎপাদিত পেঁয়াজে দেশের চাহিদা পূরণের জন্য কৃষি মন্ত্রণালয় তৎপর হয়েছে। সে কারণে দেশে পেঁয়াজের আবাদ বৃদ্ধির ওপর জোর দেয়া হয়েছে। তিনি আরো বলেন,এই পেঁয়াজের আবাদ হলে কিছুটা হলেও দেশের চাহিদা পূরণ হবে। আমরা যারা উপসহকারী কৃষি কর্মকর্তা আছি আমরা সবাই মাঠপর্যায়ে পেঁয়াজের আবাদ তরান্বিত করার জন্য কৃষকদের সার্বিক সহযোগিতা ও পরামর্শ প্রদান করে যাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত