সিরাজগঞ্জ সলঙ্গায় রুগ্নো ভাঙ্গা সরকারি রাস্তা গুলি মেরামতের কাজ শেষ

সিরাজগঞ্জ সলঙ্গায় রুগ্নো ভাঙ্গা সরকারি রাস্তা গুলি মেরামতের কাজ শেষ

সিরাজগঞ্জ থেকে ফারুক আহমেদঃ
সিরাজগঞ্জের সলঙ্গার ৩নং ধুবিল ইউপি ১নং ও ২নং ওর্য়াডসহ, ওয়ার্ড মেম্বর মোনোয়ারা বেগমের আওতায় ৮টি গ্রামের রাস্তাগুলি দীর্ঘদিন ধরে বেদখল ও রুগ্নো, ভাঙা রাস্তাগুলি উদ্ধার ও চিহ্নত করে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,মাদ্রাসা,মসজিদ,মন্দির,গীর্জার কাজ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মেরামত করে সফল ভাবে শেষ করেছেন ৩নং ধুবিল ইউনিয়নের জনবান্ধব মেম্বর মোনোয়ার বেগম,এনছাব ও গোলাপ আলী মেম্বর।জানা যায়, সলঙ্গা থানার ৩নং ধুবিল ইউনিয়নের  ১নং, ২নং ওয়ার্ডসহ এই ৮টি গ্রামে একাধিক মেম্বর দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন। কিন্তুু ওয়ার্ডগুলিসহ এই ৮টি গ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা, মসজিদ,মন্দির ও গীর্জাসহ হারিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ সরকারি রুগ্নো ভাঙা রাস্তা উদ্ধারতো দূরে কথা কোনো মেরামতের তৎপরতা নেননি। কিন্তু বর্তমান ৮ গ্রামের  ওয়ার্ড মেম্বর মোনোয়ারা, ১নং ওয়ার্ড মেম্বর গোলাপ আলী  ২নং ওয়ার্ড মেম্বর এনছাব আলী এই তিনজনের নানামূখী উন্নয়নের পাশাপাশি  ৮ গ্রামসহ ৩নং ধুবিল ইউনিয়নের হারিয়ে যাওয়া ভাঙা,রুগ্নো রাস্তা চিহ্নত ও উদ্ধারের ব্যাপক তৎপরতা গ্রহণ করেন এবং বেদখলকৃত হারিয়ে যাওয়া সরকারি রাস্তাগুলি মাপজরিপের  মাধ্যমে উদ্ধারপূর্বক টিআর প্রকল্পেরসহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে রুগ্নো ও ভাঙা রস্তাগুলি ভরাটসহ পূর্ণস্কারের কাজ সম্পন্ন করেন। বর্তমানে হারিয়ে যাওয়া রাস্তাগুলির পাকাকরণের কাজ না হলেও আগামীতে দুইটি রাস্তা পাকাকরণের কাজ হবে বলে ওয়ার্ড মেম্বর মোনোয়ারা বেগম এই প্রতিনিধিকে জানান,মোনোয়ারা বেগমের কাছে আমশড়া কবরস্থান হতে চুনিয়াখাড়া মসজিদের পাকারাস্তা সংলগ্নো মোড় পর্যন্ত বেদখল রাস্তাটি সম্পর্কে জানতে চাইলে তিনি আরো বলেন, এটাও মাননীয় এমপি মহোদয়ের কাছে তালিকা দেওয়া হয়েছে। এটাতেও ওতি তাড়াতাড়ি কাজ করা হবে।এছাড়াও বর্তমানে ওয়ার্ড মেম্বর  নিবার্চিত হওয়ার পর থেকে ধুবিল ইউনিয়নের ৮টি গ্রামকে ডিজিটাল সেবা দেওয়ার মাধ্য দিয়ে মডেল গ্রাম হিসেবে গড়ে তোলার জন্য নানামূখী উন্নয়নের কাজ শুরু করেছেন। এ সকল উন্নয়নের মধ্যে রয়েছে আমশড় হাফিজিয়ার মাঠ ভরাট, আমশড়া হাটে ইটের ছলিং পাড়া, আমশড়া মন্ডল বাড়ির ব্রীজ ও মসজিদে মাটি ভরাট, গোপিনাথপুর রাস্তা পুনঃসংস্কার, ইছিদহ মসজিদে মাটি ভরাট,চিনিয়াখাড়া রাস্তা পুনঃসংস্কার, আমশড়া শোশানে মাটি ভরাট এরপর অট গ্রামের বিভিন্ন ওয়ার্ডের পানি নিঃস্কাশনের জন্য ড্রেনের ব্যবস্থা,ব্রিজ, কালভাট,স্যানিটেশন বিশুদ্ধ পানি সরবরাসহ বিভিন্ন ওর্য়াডের অবহেলিত রাস্তাগুলি মেরামত করে তারা এলাকায় এ যেন দৃষ্টি নন্দন স্থাপন করছেন। অসহায় বয়স্ক, দুঃস্থ,বিধবাদের মাঝে বিভিন্ন ধরনের ভাতা কার্ড বিতরণসহ আট গ্রামে নানামূখী উন্নয়ন কাজ অব্যাহত রেখেছেন তারা তিনজনে। এক প্রশ্নের উত্তরে তারা তিন জনেই বলেন, আগামীতে নিবার্চন হলে আমরাই নিবার্চিত হবো ইনশাল্লাহ। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত