সুদানে সেনাবিরোধী বিক্ষোভ,নিহত ৭

সুদানে সেনাবিরোধী বিক্ষোভ,নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক: সুদানে সেনাবিরোধী বিক্ষোভ বন্ধ করতে গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী। উত্তাল সুদানের রাজধানী।

গতবছর অক্টোবর থেকে সুদানে শুরু হয়েছে বিক্ষোভ গণতন্ত্র ফেরানোর দাবিতে। সেই বিক্ষোভের তোপে আব্দাল্লা হ্যামডককে আবার প্রধানমন্ত্রী করলেও হ্যামডক গত ৩ জানুয়ারি ইস্তফা দিয়েছেন। সেনা ও সরকারের মধ্যে বিরোধ লেগে আছে। রাজনৈতিক দলগুলি এক হতে পারছে না।হাজারও চেষ্টা করেও কিছু করতে পারছেন না জানিয়ে ইস্তফা দিয়েছেন তিনি।

রাজধানী খার্তুমসহ দেশের অন্যত্রও প্রচুর মানুষ বিক্ষোভে সামিল হচ্ছেন। নারী-শিশুরাও সেনাবিরোধী এই বিক্ষোভে সামিল হয়েছেন । জাতীয় পতাকা হাতে নিয়ে বিক্ষোভ করছেন তারা।

সোমবার বিক্ষোভে গুলি চালায় নিরাপত্তা বাহিনী। সেন্ট্রাল কমিটি অফ সুদানিজ ডক্টরস জানিয়েছে, একাধিক জায়গায় গুলি চলে। অন্ততপক্ষে সাতজন মারা গেছেন।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সব পক্ষকে সংযত হওয়ার আবেদন জানিয়েছে। সেনাশাসকদের তারা বলেছে, সুদানে যেন মানবাধিকার রক্ষা করা হয়। মতপ্রকাশের অধিকার ও বিক্ষোভ দেখানোর অধিকার মানুষের আছে। সেটা যেন মাথায় রাখেন শাসকরা।

কিন্তু নিরাপত্তা বাহিনী বিক্ষোভ দেখলেই লাঠি, গ্যাস, গুলি দিয়ে তার মোকাবিলা করার চেষ্টা করছে। এখনো পর্যন্ত তারা আন্তর্জাতিক চাপের কাছে নতিস্বীকার করেনি। সূত্র: ডয়চে ভেলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত