শিরোনাম :
কারাগার থেকে মুক্তি পেয়েছেন মুফতি আমির হামজা নওগাঁয় সিভিল সার্জন সম্মেলনকক্ষে ভিটামিন “এ” ক্যাপসুল ক্যাম্পেইন অনুষ্ঠিত  এবার সিরাজগঞ্জে কাভার্ডভ্যানে আগুন, পুড়লো সাড়ে ৭ হাজার পিচ মুরগির বাচ্চা সাভারে কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল ছেলের, বাবা হাসপাতালে শেখ আবেদ আলীসহ খুলনায় ৩টি আসনে আরও ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, অপেক্ষামান একটি সাতক্ষীরা -১আসনে নৌকা পেয়ে স্বস্তিতে নেই মাঝি  বড়াইগ্রামে ৭০০০ কৃষক পেলো কৃষি প্রণোদনা বড়াইগ্রাম পাট চাষী প্রশিক্ষণে নেই কোন চাষী! পলাশবাড়ী কৃষি কর্মকর্তা ফাতেমা কাওসার মিশুর মাটির সুরক্ষায় পুরুস্কার লাভ ঝিনাইদহে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আটক ১
‘সুধারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে UNITY FRIENDSHIP GROUP এর স্কুল ব্যাগ বিতরণ’

‘সুধারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে UNITY FRIENDSHIP GROUP এর স্কুল ব্যাগ বিতরণ’

সাখাওয়াত হোসেন মানিকঃ

মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার অন্তর্গত একটি সরকারী প্রাথমিক বিদ্যালয় হচ্ছে সুধারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়। মুন্সীগঞ্জ শহর থেকে বিদ্যালয়টিতে যেতে অনেক আঁকা-বাঁকা পথ পাড়ি দিতে হয়। তাছাড়া রাস্তা-ঘাটও ভাঙ্গা। তাই বিদ্যালয়টি একরকম অবহেলিত ভাবে আছে। তারপরও বিদ্যালয়টিতে একটি নতুন ধরনের দ্বিতল ভবন ও ছাত্র-ছাত্রীদের একটি বড় খেলার মাঠ আছে। আজ ১৮ই জানুয়ারি ২০২০ একটি ছাত্র সংগঠন UNITY FRIENDSHIP GROUP এর সহযোগিতা ও আয়োজনে উক্ত বিদ্যালয়টির গরীব ও অসহায় ছাত্র-ছাত্রীদের মাঝে বিনা মূল্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয় এবং দৌড় প্রতিযোগিতায় ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ৫টি ধাপে যারা প্রথম হয়েছে তাদের পুরস্কৃত করা হয়। UNITY FRIENDSHIP GROUP এর মহতি আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেন মিরকাদিম পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী সোহেল মনির। বিদ্যালয়টির প্রধান শিক্ষক রওশন আরা বেগমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়টির ৭জন শিক্ষক, বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সদস্যগণ, বাংলাদেশ বেতার ও সভ্যতার আলোর প্রতিনিধি নজরুল হাসান ছোটন, দৈনিক প্রভাতী খবরের প্রতিনিধি কাজী বিপ্লব হাসান, দৈনিক এই বাংলার চিফ রিপোর্টার হুমায়ূন কবির, দৈনিক বর্তমান দিনের প্রতিনিধি সাখাওয়াত হোসেন মানিক এবং UNITY FRIENDSHIP GROUP এর চার সদস্য আদর, সপু, ওমর সানি ও সুমনা। ২৪জন দরিদ্র ও অসহায় ছাত্র-ছাত্রীদের মাঝে এ স্কুল ব্যাগ বিতরণ করা হয়। স্কুল ব্যাগ হাতে পেয়ে সকল ছাত্র-ছাত্রীরাই আনন্দ ও উচ্ছাস প্রকাশ করে। UNITY FRIENDSHIP GROUP একটি ছাত্র সংগঠন হয়েও সমাজে পিছিয়ে পরা শিশু ছাত্র-ছাত্রীদের জন্য এরূপ মহৎ উদ্যোগ গ্রহণ করায় সকলেই তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

সাখাওয়াত হোসেন মানিক

১৮/০১/২০২০

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত