সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার চলছেই

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার চলছেই

খুলনা সংবাদদাতা:  সুন্দরবনের বিভিন্ন খাল ও নদ-নদীতে বিষ প্রয়োগে অবাধে মাছ শিকার হচ্ছে। বিষ প্রয়োগে ধরা এসব মাছ যাচ্ছে শহরের বিভিন্ন আড়তে। এতে মৃত্যুঝুঁকির আশঙ্কা বাড়ছে। এভাবে মাছ ধরায় মৎস্য সম্পদ ধ্বংসের পাশাপাশি অসংখ্য সাধারণ জেলের জীবিকা হুমকির মুখে পড়েছে। স্থানীয় কয়েকজন জেলে জানায়, আগের যেকোনো সময়ের তুলনায় এখন সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরা বেড়েছে। কীটনাশকে ধ্বংস হচ্ছে বনজ সম্পদ। বিষ ক্রিয়ায় মারা যাওয়া এসব মাছ খেলে হতে পারে জীবনঘাতী রোগ। সুন্দরবনের কোলঘেঁষে বসবাস বিপুলসংখ্যক মানুষ জীবিকার জন্য মাছ ধরা, গোলপাতা ও মধু আহরণসহ নানাভাবে সুন্দরবনের ওপর নির্ভরশীল। কিছুদিন যাবৎ কতিপয় অসাধু মাছ শিকারীরা স্থানীয় টহল ফাঁড়ির বন কর্মচারীদের সঙ্গে আঁতাতের মাধ্যমে পশ্চিম সুন্দরবনের আওতায় বিভিন্ন খালে বিষ প্রয়োগে অবাধে মাছ শিকার করছে বলে জানা গেছে। অভিযোগ উঠেছে বনবিভাগের এক শ্রেণির কর্মকর্তা উৎকোচ নিয়ে এই অসাধু মাছ শিকারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না। যদিও তাদেরকে গ্রেপ্তার করে মামলা দায়ের হলেও উপযুক্ত সাঁজা হয় না। সুন্দরবন-সংলগ্ন দাকোপ উপজেলার অন্তত ১৫ জন ব্যক্তি ও জেলের সঙ্গে কথা বলে জানা গেছে, পশ্চিম সুন্দরবন খুলনা রেঞ্জ বনবিভাগের চেরাগখালী, মোরগখালী, গেওয়াখালী, পাতকোষ্টা, ভোমরখালী, চিন্তামণি, কালিরখাল, ছেঁড়া, ঝঁপঝঁপিয়া ও মুচিখালীসহ বিভিন্ন খালে বিষ ঢেলে মাছ ধরছেন। বানিশান্তা ভোজনখালি এলাকার সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা বাহিনী প্রধান আলগীরের নেতৃত্বে মাছ শিকার সহ নানা অপরাধমুলক কাজ দেদারসে চলছে বলে এলাকার জেলে বাওয়ালীরা জানান তার ১৫/১৬ জনের একটি বাহিনী আছে। এরা কালাবগী ষ্টেশন সহ বিভিন্ন েষ্টশন ও টহল ফাঁড়ির দায়িত্বরত দের সাথে যোগসাজসে বিষ প্রযোগে টিকে টান মাছ ধরছে নিষিদ্ধ এলকায়।আরও কালাবগির স্টেশন কর্মকর্তা মনির হোসেনের সাথে মুঠোফোনে কথা হলে  বলেন আমি আসার পরে কি কি পদক্ষেপ নিয়েছি এসে দেখে যান বলে মোবাইল কেটে দেন।  খালে বিষ দেওয়ার ফলে ওই সব খালের মাছসহ সব ধরনের জলজ প্রাণীই মারা পড়ছে। উপজেলার সুতারখালী-কালাবগী গ্রামের বাসিন্দা মৎস্যজীবী ফারুক হোসেন গাজী (৩২) বলেন, ‘বিষ দিয়ে মাছ মারার পরে ওই খালে অনেক দিন ধরে কোনো মাছ ঢোকে না। কারণ, খালে মাছের কোনো খাবারও থাকে না। অনেক সময় আমরা পাশ নিয়ে খালে যায়েও মাছ না পায়ে খালি হাতে ফিরেছি। এখন যা অবস্থা তাতে অসাধু মাছ শিকারিদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। তা না নিলে বনের নদী ও খালের মাছ ধ্বংস হয়ে যাবে।জোয়ার আসার কিছু সময় আগে ওই কীটনাশক চিড়া, ভাত বা অন্য কিছুর সঙ্গে মিশিয়ে নদ-নদী ও খালের পানিতে ছিটিয়ে দেয়। ফলে ওই এলাকার বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে ওঠে। সুতারখালী গ্রামের মৎস্য ব্যবসায়ী রোকনুজ্জামান মল্লিক বলেন, ‘প্রত্যন্ত অঞ্চল সুতারখালী এলাকার ৮০ ভাগ লোকই সুন্দরবনের ওপর নির্ভরশীল। বর্তমানে কিছু জেলে সুন্দরবনে গিয়ে বিষ দিয়ে মাছ মারছে। ফলে সাধারণ জেলেরা গোনের সময় মাছ পাচ্ছে না। তারা চরম বিপদে পড়েছে, সেই সঙ্গে আমাদের ব্যবসাও লাটে উঠেছে।’ অনৈতিক কর্মকাণ্ডের বিষয় স্বীকার করে নলিয়ান স্টেশন বন কর্মকর্তা শেখ মো. আনিছুর রহমান মুঠোফোনে এ প্রতিনিধিকে বলেন, ‘কিছু কিছু বন কর্মকর্তা-কর্মচারি রয়েছে, যারা সামান্য টাকার বিনিময় অসাধু মাছ শিকারিদের বনের মধ্যে মাছ ধরার অনুমতি দেয়। কয়েকদিন আগে সুন্দরবনের চেরাগখালী ও মোরগখালী খালের নিষিদ্ধ অভয়ারণ্যে অবৈধভাবে অনুপ্রেবেশ করায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন, সুন্দরবনের বিভিন্ন খালে বিষ দিয়ে মাছ ধরে স্থানীয় বাজারের আড়তে বেচাবিক্রি করছে শিকারীরা।’ দাকোপ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান বলেন, ‘নদী ও খালে বিষ প্রয়োগে মাছ শিকার সম্পূর্ণ অবৈধ। সুন্দরবনে বিষ দিয়ে মাছ মারার কথা শুনছি। অনেক সময় নৌপুলিশ ও বনবিভাগ অভিযান চালিয়ে ওই সব মাছ শিকারিদের আটক করে। তিনি আরও বলেন, বিষ দিলে মাছের সঙ্গে সব প্রজাতির জলজ প্রাণীই মারা যায়। এটা জীববৈচিত্র্যের জন্য খুবই মারাত্মক। পরিবেশের ওপর যেমন বিরূপ প্রভাব পড়ে অন্যদিকে বিষে মরা ওই মাছ খেয়ে মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে মানুষসহ অন্যান্য প্রানী। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত