১ম আন্তর্জাতিক টেকসই সুবিধাবঞ্চিত উন্নয়ন ফাউন্ডেশন কনফারেন্স

১ম আন্তর্জাতিক টেকসই সুবিধাবঞ্চিত উন্নয়ন ফাউন্ডেশন কনফারেন্স

মোক্তাদির রহমান জনি: সম্মানিত গবেষকবৃন্দ, টেকসই সুবিধাবঞ্চিত উন্নয়ন ফাউন্ডেশন – SDDF হল একটি অলাভজনক এবং স্বেচ্ছাসেবী গবেষণা ও উন্নয়ন সংস্থা যা সুবিধাবঞ্চিত পুরুষ, মহিলা, শিশু, যুবক, প্রতিবন্ধী এবং বয়স্কদের পাশাপাশি আদিবাসী ও দলিতদের জন্য কাজ করে। SDDF সর্বদা বিশ্ব, ভবিষ্যত প্রজন্মের জন্য শান্তি, সমৃদ্ধি এবং ভ্রাতৃত্ব নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয় যা সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশগত দৃষ্টিকোণ থেকে নৈতিক, মানবিক এবং টেকসই। ২০১৮ সালের ডিসেম্বরে যাত্রা শুরু করে “উন্নয়নশীল দেশে যুব বেকারত্ব দূরীকরণ” থিমকে সামনে রেখে ইন্দোনেশিয়ার মুহাম্মাদিয়া ইউনিভার্সিটি অফ সিডেনরেং রাপ্পাং-এর সাথে যৌথভাবে “১ম আন্তর্জাতিক টেকসই সুবিধাবঞ্চিত উন্নয়ন ফাউন্ডেশন কনফারেন্স” ২৮ ডিসেম্বর ২০২৩ আয়োজন করতে যাচ্ছে।  যেখানে চিপ গেস্ট বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি স্যারের উপস্থিতিতে কনফারেন্স চেয়ার করবেন ভারতের অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ এডুকেশনের পরিচালক অধ্যাপক ড. শাওলি মুখার্জি। উপদেষ্টা পরিষদের মধ্যে উপস্থিত থাকবেন ক্রিমিয়ার অধ্যাপক ড. আখতেম এ. ডিজেলিলভ, ইন্দোনেশিয়ার যথাক্রমে ড. আন্দি আস্রিফান ও ড. মুথমাইন্নাহ, ইরাকের ড. হাজহার ব্লাবাস এবং বাংলাদেশের পিএইচডি গবেষক মিজানুর রহমান প্রমুখ।

                                                                 

এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দ ও মিশরের  বেনি-সুফ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আহমেদ এলঙ্গারসহ দেশ-বিদেশের প্রায় ২০জন গবেষক কীনোটস স্পিকার হিসেবে অনলাইন-অফলাইনে উপস্থিত থাকবেন। উক্ত কনফারেন্সে সর্বসাধারণের জন্য গবেষণা উপস্থাপনের সুযোগ রয়েছে। https://sddf.org/conference/ অথবা www.sddf.org ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জেনে আগামী ১৫ জুন ২০২৩ খ্রিস্টাব্দের রাত ১১:৫৯ মিনিটের মধ্যে আপনার গবেষণাপত্রের সারসংক্ষেপ জমাদিতে পারবেন। নির্বাচিত গবেষণাপত্র কনফারেন্স প্রসেডিংস ও জার্নালে প্রকাশকরা হবে। যা একজন গবেষক দেশ-বিদেশে উচ্চতর ডিগ্রি ও কর্মক্ষেত্রে উল্লেখ করতে পারবে।
পেপার সাবমিশন লিংক বা কোনো জিজ্ঞাসা: icsddf.org@gmail.com or hasan.sddf.org@gmail.com

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত