১৪৪ ধারার চরম উত্তেজনার মধ্যেই আলাউদ্দিন জিহাদিকে জামিন

১৪৪ ধারার চরম উত্তেজনার মধ্যেই আলাউদ্দিন জিহাদিকে জামিন

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি : ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার মুফতি আলাউদ্দিন জিহাদীর জামিনের আবেদন মঞ্জুর করেছেন নারায়য়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালত। জামিনের সত্যতা নিশ্চিত করেছেন জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এসএম ওয়াজেদ আলী খোকন।

এদিন সকাল থেকেই নারায়ণগঞ্জ শহরের মন্ডলপাড়া থেকে চাষাড়া ও নতুন কোর্ট এর আশপাশের এলাকায় খন্ডখন্ডভাবে হেফাজতে ইসলাম ও আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকজন অবস্থান নেন।

আগেই জিহাদীর মুক্তি দাবীতে নারায়ণগঞ্জে গণজমায়েতের ডাক দেয় আহলে সুন্নাত। একই স্থানে পাল্টা সমাবেশের ঘোষণা দিয়ে রক্তের বন্যা বয়ে যাবে বলেও ঘোষণা দেয় হেফাজতে ইসলাম। এ ঘটনায় নারায়ণগঞ্জ শহরে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। ২৭ সেপ্টেম্বর রবিবার ভোর ৬টা হতে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ ১৪৪ ধারা জারি থাকবে বলে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত