শিরোনাম :
শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গৌতম বুদ্ধ প্রচার করেছেন অহিংসার বাণী: প্রধানমন্ত্রী ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভয়ঙ্করভাবে পরিচালনা হয়েছে: ডেভিড শুব্রিজ ৩০ শতাংশের বেশি ভোট পড়েছে দ্বিতীয় ধাপে : সিইসি ইরানি প্রেসিডেন্টের মৃত্যুতে বাংলাদেশে একদিনের শোক টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন হালান্দ নওগাঁয় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড  ভালো ভাবনার আহ্বানে ফরিদপুর কোট চত্বরে বিশ্ব মেডিটেশন দিবস উদযাপিত ফরিদপুরে দুটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড জরিমানা করেছে মোবাইল কোর্ট  মহাসড়কে শিয়ালের বিচ্ছিন্ন দেহাংশ, পিছলে সাংবাদিক গুরুতর আহত  ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি’র জানাজা আজ
পিরোজপুরের কাউখালীতে স্লাব ব্রিজ যেন মরন ফাঁদ

পিরোজপুরের কাউখালীতে স্লাব ব্রিজ যেন মরন ফাঁদ

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে সদর ইউনিয়ন এর বাশুরীর জনগণের একমাত্র প্রধান স্লাব ব্রিজ যেখানে প্রতিদিন শত শত মানুষের চলাচলের একমাত্র মাধ্যম। যেখান থেকে প্রতিদিন ৩০ থেকে ৪০ শিক্ষার্থী থেকে শুরু করে অনেক শিশু এবং বয়স্করা ঝুঁকি নিয়ে  এই স্লাব ব্রিজটি দিয়ে পারাপার হয়, ১০ বছরেও পায়নি কোন সংস্কারের ছোয়া। ভোগান্তিতে প্রায় ৫০ পরিবার। নেই কোন বিকল্প যাতায়াত ব্যবস্থা। কখনো কলা গাছ, বাশ,সুপারি গাছ দিয়ে ঝুঁকি নিয়ে জনসাধারণ পারাপার হয়। কর্তৃপক্ষকে অবগত করা হলেও মেলেনি আশানুরূপ কোন সংস্কার। এলাকার সাধারণ মানুষ  বলেন ২০ বছরেও পরিবর্তন হয়নি কোন স্লাব, স্লাবের পরিবর্তে কখনো বাশ, সুপারি গাছ দিয়ে সংস্কার করে পারাপার করছিলো স্থানীয়রা,কিন্তু বর্তমান সেতুটি অবস্থার এত খারাপ হয়েছে জনগণের পারাপার প্রধান সেতুটি যেন মরন ফাঁদ। সামনে বর্ষাকাল পানির স্রোতে বাড়লে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এই আশঙ্কা করছে এলাকার জনগণ।কর্তৃপক্ষের এ ব্রিজটির দ্রুত মেরামতের  ব্যাপারে এগিয়ে জন্য অনুরোধ করেন এলাকার ভুক্তভোগী সাধারণ জনগন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত