শিরোনাম :
বড়াইগ্রামে ঘাঁসের জমিতে অজ্ঞাত লাশ উদ্ধার  সাতক্ষীরায় যুব কর্মসংস্থান সৃষ্টিতে স্থানীয় কারিগরি ও বৃত্তিমুলক শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা শীর্ষক সংলাপ অনুষ্ঠিত ফরিদপুরে ৩২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ছয় জন মাদক ব্যবসায়ী গ্রেফতার  রায়পুরে জমে উঠেছে উপজেলা নির্বাচনী প্রচারণা, আমেজ নেই ভোটারদের মাঝে  ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের স্টোর রুমে অগ্নিকাণ্ড সংগঠিত  ধামরাইয়ে নির্বাচনী অফিস ভাঙচুর, হামলায় আহত ৪ শিল্পী সমিতির নির্বাচন বাতিল চেয়ে হাইকোর্টে রিট রূপগঞ্জের জাঙ্গীর কুদুর মার্কেট-নদীরঘাট রাস্তাসহ ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন বগুড়া আদমদীঘি উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির ভোট বর্জনের সভা অনুষ্ঠিত পিরোজপুরে ১০ কেজি গাঁজা সহ ২ জন গ্রেপ্তার 
সাভারে পুলিশের ছিনতাই ও মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেফতার

সাভারে পুলিশের ছিনতাই ও মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেফতার

রোমান হোসেন সাভারঃ

ঢাকার  সাভারের পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ছিনতাইয়ের সঙ্গে জড়িত ও মাদক বিক্রির অভিযোগে ৭ জনকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে প্রায় ৫ লাখ টাকার হেরোইন ও ছিনতাই কাজে ব্যবহৃত ধারালো দেশি অস্ত্র উদ্ধার করা হয়।বুধবার (১ মে) দুপুরে সাভার মডেল থানায় এক সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের এমন তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফী।

গ্রেপ্তারকৃতরা হলেন- সাগর ওরফে ডেঞ্জার সাগর (২২), রাজু (২৪), আকাশ ওরফে আকাই (২৩), রাকিব হাসান হৃদয় (২৬), সাব্বির (২৪), নাঈম(২৫) ও আল আমিন(২৮)। তারা সবাই সাভার পৌরসভার বিভিন্ন এলাকায় বসবাস করে ছিনতাই, মাদক বিক্রিসহ বিভিন্ন অপরাধ করে আসছিল।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি বলেন, পুলিশের নিয়মিত ছিনতাই ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পৌরসভার বিভিন্ন এলাকায় মঙ্গলবার সন্ধা থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ছিনতাই কাজে ব্যবহৃত ধারালো অস্ত্র, আংটি সাদৃশ্য খুর ও মাদকদ্রব্যসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় ৫টি মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাভার, আশুলিয়া, রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় এর আগেও একাধিক মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্জামান, পরিদর্শক (তদন্ত) আব্দুর রাশিদ, পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন ও পরিদর্শক (ইন্টেলিজেন্স) আব্দুল্লাহ বিশ্বাস উপস্থিত ছিলেন।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় ৫ টি মামলা রুজু করে আদালতে প্রেরণ করেছেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত